Newspaper Online Link- https://www.ajkerpatrika.com/bangladesh/dhaka/ajpxdxhr5bfua
১৯ আগস্ট ২০২৫
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা (ম্যাক্সিলোফেসিয়াল সার্জন), অধ্যাপক ডা. কামরুল আলম (অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ), ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান (পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. আসিফ ইউনুস (অ্যাসোসিয়েট স্পেশালিস্ট, রয়েল সারে এনএইচএস ট্রাস্ট, ইংল্যান্ড) এবং অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন (অনকোলজিস্ট)।
বিসিসি জানিয়েছে, এই কমিটি আগামী দুই বছর দেশের বিভিন্ন অঞ্চলে ক্যানসার বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা উদ্যোগের কাজ করবে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ভূমিকা রাখবে।
সভাপতি ডা. তাসমিয়া তাহমীদ জানিয়েছেন, বাংলাদেশে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিসিসি গবেষণা, নীতিনির্ধারণ এবং সচেতনতা বাড়াতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।